বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্প-বাইডেন ব্যবধান কমেছে

ট্রাম্প-বাইডেন ব্যবধান কমেছে

মার্কিন নির্বাচনের আর ২ মাস বাকি। গেল কয়েক মাস প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশব্যাপী জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। তবে দিন যত যাচ্ছে এই পার্থক্য কমছে, বিশেষ করে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে এই পার্থক্য আরও কম। এই রাজ্যগুলো নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বাইডেন, যিনি ৩৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের সিনেটর এবং ৮ বছর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০২০ সালের জনমত জরিপে ট্রাম্পের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে ৮ থেকে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে সম্প্রতি ‘বিয়াল ক্লিয়ার পলিটিকস’ এর ওয়েবসাইটের এক জরিপের হিসাবে দেখা যাচ্ছে যে সেই অগ্রগামিতা এখন গড়ে ৬.২ শতাংশে নেমে এসেছে। ডেমোক্র্যাটরা সাধারণত যে তিনটি রাজ্যে জয়লাভ করে থাকেন- পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকন্সিনে- বাইডেন খুব সামান্য ব্যবধানে ট্রাম্পের তুলনায় এগিয়ে আছেন।

সর্বশেষ খবর