বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
পেন্টাগনের প্রতিবেদন

১০ বছরে পারমাণবিক সক্ষমতা দ্বিগুণ করবে চীন

১০ বছরে পারমাণবিক সক্ষমতা দ্বিগুণ করবে চীন

আগামী ১০ বছরে পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা বাড়িয়ে অন্তত দ্বিগুণ করবে চীন। এ সময়ের মধ্যেই দেশটি স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে পারমাণবিক হামলা চালানোর মতো সক্ষমতাও অর্জন করে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন উপস্থাপিত বার্ষিক পর্যালোচনামূলক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মধ্যে চীনকে অন্তর্ভুক্ত করতে বারবারই আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। তবে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া যায়নি। গত জুলাইয়ে এক জ্যেষ্ঠ চীনা কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমিয়ে চীনের পর্যায়ে নিয়ে আসতে রাজি হয়, তবেই কেবল ত্রিপক্ষীয় সেই আলোচনায় অংশ নেবে বেইজিং। এ বছরের শুরুর দিকে চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, যতটা সম্ভব কম সময়ের মধ্যে বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১০০০-এ উন্নীত করা প্রয়োজন।

সর্বশেষ খবর