বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সুস্থ হওয়ার ৪ মাস পর কমতে থাকে অ্যান্টিবডি

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর আক্রান্ত ব্যক্তির শরীরে চমৎকার অ্যান্টিবডি তৈরি হয়। আর এটা সর্বোচ্চ পর্যায়ে যায় ৪ মাস পর্যন্ত। এ সময় পর্যন্ত কোনো ধরনের কভিড ওই ব্যক্তিকে আক্রান্ত করতে পারে না।  কিন্তু তারপর এটা আশঙ্কাজনক ভাবে কমতে থাকে। ফলে ওই ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। আইসল্যান্ডের করোনা থেকে মুক্ত হওয়া ৩৯ হাজার ব্যক্তির ওপর  করা এ গবেষণায় এই ধারণা পাওয়া গেছে। মঙ্গলবার গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। খবর এনডিটিভির

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ডে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের ৯০ শতাংশেরও বেশি মানুষের শরীরে ৪ মাস পর্যন্ত অ্যান্টিবডি উপস্থিত ছিল। আগের একটি গবেষণায় দেখা গিয়েছিল, অ্যান্টিবডি স্বল্প সময়ের জন্য সুস্থ ব্যক্তির শরীরে থাকে।

সর্বশেষ খবর