রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন

-------- ট্রাম্পের উপদেষ্টা

অন্য যেকোনো দেশের তুলনায় চীন খুব সক্রিয়ভাবে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন। তার দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ও’ব্রিয়েন। তবে নিজের অভিযোগের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

২০১৬ সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছিলেন, নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত করতে আঁতাত করেছিল রাশিয়া। সে জায়গা থেকে এবারও আশঙ্কা করা হচ্ছে হ্যাকাররা ৩ নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাতে পারে। তবে ট্রাম্প শিবির বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের পাল্টা দাবি, বেইজিং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে এবং এর বলি হবেন ট্রাম্প। তাদের দাবি, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। তিনি আরও বলেন, ‘আমরা জানি, চীনারা সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তাদের অনুসরণ করছে ইরান ও রাশিয়া।’

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘চীনা, নুশ, ইরানি ও অন্য সন্দেহমূলক দেশগুলোকে (যেগুলোর নাম কখনো প্রকাশ করা হয়নি) আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে, যারা আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টা চালাবে, তাদের ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।’

সর্বশেষ খবর