রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফিলিস্তিনকে বলির পাঁঠা বানিয়েছেন ট্রাম্প : পিএলও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী উচ্চাকাক্সক্ষা পূরণ করতে ফিলিস্তিনকে বলির পাঁঠা বানিয়েছেন বলে অভিযোগ করেছেন ফিলিস্তিন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) মহাসচিব সায়েব এরেকাত। আমেরিকার মধ্যস্থতায় সার্বিয়া যখন তার দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেম আল কুদসে স্থানান্তর করার প্রস্তুতি নিচ্ছে তখন পিএলও’র মহাসচিব এই মন্তব্য করলেন। এর আগে শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সার্বিয়া এবং কসোভার মধ্যে একটি শান্তি চুক্তির বিষয়ে আমেরিকা মধ্যস্থতা করেছে। একটি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার দুই যুগ পর বলকান অঞ্চলভুক্ত এই দুই দেশ একটি চুক্তিতে পৌঁছাল। তবে, এই চুক্তিতে দুটি অপ্রত্যাশিত এবং অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিয়া বলেছে, তারা তাদের দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে অধিকৃত জেরুজালেমের আল কুদসে নিয়ে যাবে। মুসলিম অধ্যুষিত কসোভাও একই সিদ্ধান্তের কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে এরেকাত বলেন, ট্রাম্প আমেরিকায়  পুনঃনির্বাচিত হতে ধ্বংসাত্মকভাবে হলেও শান্তি প্রতিষ্ঠার নামে অত্যাচারিকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিন বিষয়ে সার্বিয়া এবং কসোভা তাদের নীতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই পিএলও’র মহাসচিবের এসব মন্তব্য এলো।

সর্বশেষ খবর