রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নাভালনি নিয়ে রাশিয়ার নিন্দায় রাজি নন ট্রাম্প

নাভালনি নিয়ে রাশিয়ার নিন্দায় রাজি নন ট্রাম্প

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় রাশিয়ার নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাভালনিকে বিষ দেওয়ার বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখেননি বলে মন্তব্য করেছেন ট্রাম্প, জানিয়েছে বিবিসি। ঘটনাটিকে ‘দুঃখজনক’ অবহিত করলেও এর বদলে সাংবাদিকদের চীনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, এই দেশটি বিশ্বের জন্য রাশিয়ার চেয়েও বড় হুমকি বলে দাবি করেছেন তিনি। একটি বিষাক্ত রাসায়নিক নোভিচক নার্ভ এজেন্ট দিয়ে নাভালনির ওপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে ‘সন্দেহাতীত প্রমাণ’ রয়েছে বলে নেটো ও জার্মানি দাবি করেছে।

নাভালনির সমর্থকরা বলছেন, ক্রেমলিনের নির্দেশেই তাদের নেতাকে বিষ দেওয়া হয়েছে। এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, এই ঘটনায় এখনো পর্যন্ত বিষ দেওয়ার কোনো প্রমাণ দেখেননি তিনি। ‘তাই প্রকৃতপক্ষে কী ঘটেছে তা জানি না আমি। আমি মনে করি এটি দুঃখজনক, ভয়ানক, এটি হওয়া উচিত ছিল না। এখনো পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাইনি তবে ঘটনাটি খতিয়ে দেখব আমি,’ বলেছেন ট্রাম্প। পুতিনের সমালোচনা করা থেকেও বিরত ছিলেন তিনি, এর বদলে বেইজিং আরও বড় হুমকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ খবর