রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রাচীন কৃষ্ণগহ্বরের সন্ধান

কৃষ্ণগহ্বর। যেখানে সব কিছু হারিয়ে যায়। সেই হারানো থেকে রক্ষা পায় না আলোও। নক্ষত্র মরে কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয়। রহস্যময় আমাদের এ সৌরজগতে হাজারো কৃষ্ণগহ্বরের খোঁজ আছে। তবে বিজ্ঞানীরা এবার এমন এক কৃষ্ণগহ্বরের সন্ধান দিলেন যার বয়স কমপক্ষে ৭০০ কোটি বছর। এটিকে প্রাচীনতম কৃষ্ণগহ্বর বলছেন বিজ্ঞানীরা। নাম রাখা হয়েছে ‘জিডব্লিউ১৯০৫২১’। এটির সন্ধান পেয়েছেন ‘ইউরোপিয়ান গ্র্যাভিটেশনাল অবজারভেটরি’-র জ্যোতির্বিজ্ঞানীরা। দেড় হাজার বিজ্ঞানী যুক্ত ছিলেন গোটা কর্মকান্ডে। তাদের গবেষণাপত্রের অন্যতম লেখক স্ট্যাভরোস কাৎসানেভাস বলেন, ‘ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কীভাবে তৈরি হয়, সে রহস্য সমাধানে হয়তো মুখ্য ভূমিকা নেবে এ আবিষ্কার।’ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৭০০ কোটি বছর আগে যখন এ কৃষ্ণগহ্বরটির জন্ম হয়েছিল, তখন ব্যাপক মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হয়েছিল। দুটি কৃষ্ণগহ্বরের সংঘর্ষে ওই তরঙ্গের সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ খবর