সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জাপানে ধেয়ে আসছে টাইফুন হেইশেন

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োশোর উপকূলে ধেয়ে আসছে হেইশেন নামে একটি শক্তিশালী টাইফুন। শক্তিশালী এ ঝড়ের প্রভাবে গতকাল সকাল থেকে প্রবল বাতাস এবং ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলা ছাড়াও রাস্তায় চলাচলকারী যানবাহন উল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে হেইশেনের। খবর এএফপি ও জাপানি বার্তা সংস্থা কিয়োডোর।  দেশটির আবহাওয়াবিদরা হেইশেনকে ‘ব্যাপক শক্তিশালী’ ক্যাটাগরির ঘূর্ণিঝড় হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় গতকাল বিকালের দিকেই এটির দক্ষিণাঞ্চলীয় ছোট্ট দ্বীপ কিয়োশোর পাশে আমামি অঞ্চলে আঘাত হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর