মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১৫০ মডেল নিয়ে অবকাশে সৌদি প্রিন্স

১৫০ মডেল নিয়ে অবকাশে সৌদি প্রিন্স

সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বিলাসী জীবনযাপনের চিত্র উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার দুই সাংবাদিকের নতুন বইয়ে। বিস্ফোরক সব দাবি করা হয়েছে প্রকাশিতব্য বইটিতে। দাবি করা হয়েছে, মালদ্বীপের পুরো একটি দ্বীপ ভাড়া করে ১৫০ মডেল নিয়ে উদযাপনে মেতেছিলেন সৌদি প্রিন্স। বইয়ের গুরুত্বপূর্ণ অংশবিশেষ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায়। ‘ব্লাড অ্যান্ড ওয়েল : মুহাম্মদ বিন সালমান’স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ শীর্ষক বইটিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া এবং অন্য কোথাও থেকে আসা প্রায় ১৫০ জন সুন্দরী নারী মালদ্বীপের একটি বেসরকারি দ্বীপে মধ্যপ্রাচ্যের ‘কয়েক ডজন’ পুরুষকে পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। আয়োজক ছিলেন মুহাম্মদ বিন সালমান, ৩০ বছর বয়সী সৌদি ক্রাউন প্রিন্স এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তিনি ধনীদের মধ্যেও রয়েছেন।

ভেন্যুটি ছিল মালদ্বীপের একটি বেসরকারি দ্বীপ ভেলা। ‘বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং ব্যয়বহুল গন্তব্যগুলোর জন্য এটি সমাদৃত। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল পার্টি ছিল সেটি। দ্বীপটিতে ১ মাস থাকার কথা থাকলেও স্থানীয় একটি পত্রিকা ওই পার্টির বিষয়ে জানতে পারে। এর পরই মডেলসহ লাপাত্তা হয়ে যান সৌদি প্রিন্স। বইটি অনুসারে ব্যয় হয়েছে পুরো ৫ কোটি ডলার (প্রায় সোয়া চারশ কোটি টাকা)। তার সঙ্গীরা গোপনীয়তার সর্বোপরি মূল্যবান ছিলেন। তিনি দলকে সংবাদপত্রের বাইরে রাখতে মরিয়া ছিলেন। গোপনীয়তা নিশ্চিত করতে, কর্মীদের দ্বীপে স্মার্টফোন আনতে দেওয়া হয়নি। যোগাযোগের উদ্দেশ্যে তারা কেবল একটি ‘ক্যান্ডি বার’ স্টাইল নোকিয়া ৩৩১০ আনতে পারে। বইয়ে লেখা হয়, যে ১৫০ জন মডেল ওই অবকাশে ছিলেন তারা ওই দ্বীপে নামার আগেই তাদের যৌনবাহিত রোগ আছে কিনা সেই পরীক্ষা করা হয়। শুধু মডেলই নয়, বিখ্যাত ডিজে আফ্রোজ্যাক ও পিটবুলও ছিলেন ওই অনুষ্ঠানে। ডিজে আফ্রোজ্যাকের পারফরম্যান্স চলাকালে মুহাম্মদ বিন সালমান মঞ্চে উঠেও নাচানাচি করেছিলেন। সূর্যাস্তের আগ পর্যন্ত রাতভর পার্টি চলেছে। দিনে ঘুমাতে যেত অতিথিরা। সেখানে গান গাইতে এসেছিলেন জেনিফার লোপেজ ও শাকিরা।

সর্বশেষ খবর