মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সেনা মন্তব্য নিয়ে বিপাকে ট্রাম্প

সেনা মন্তব্য নিয়ে বিপাকে ট্রাম্প

নেতিবাচক মন্তব্যের জন্য ট্রাম্পের জুড়ি মেলা ভার। তবে এবার আটকে গেছেন প্রতিরক্ষা বাহিনীর ফাঁদে। মার্কিন সৈন্যদের প্রতি শ্রদ্ধার বদলে কটূক্তি করে ভালোই ফেঁসেছেন। তার প্রতি প্রতিরক্ষা বাহিনীর আনুগত্যের সমস্যা সৃষ্টি হয়েছে। এমন কি দলের ভিতরেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্পের সাবেক প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এক সাক্ষাৎকারে বলেন, এমন অভিযোগ সত্য হলে তা হবে জঘন্য ঘটনা। অতীতের ঘটনার ভিত্তিতে তিনি এমন অভিযোগকে বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন বলে অভিযোগ উঠছে। যদিও ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের ‘লুজার্স’ বলে চরম হেয় করেছেন বলে সম্প্রতি ‘আটলান্টিক’ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পত্রিকার প্রধান সম্পাদক আরও দাবি করছেন যে, এমন অনেক কুরুচিকর মন্তব্য করেছেন ট্রাম্প। অথচ এই প্রেসিডেন্টই কী না বিশ্বের সেরা দাবি করা মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ। অথচ ট্রাম্প মার্কিন সৈন্যদের প্রতি শ্রদ্ধার বদলে বার বার কটূক্তি করে এসেছেন বলে অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এমন বিস্ফোরক অভিযোগ যে বিরোধীদের বাড়তি হাতিয়ার হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সর্বশেষ খবর