মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চান সৌদি বাদশাহ

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চান সৌদি বাদশাহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, তার দেশ ফিলিস্তিন সংকটের স্থায়ী এবং সুষ্ঠু সমাধান চায়। সৌদি আরবের আকাশপথ ইসরায়েলকে ব্যবহারের অনুমতি দেওয়ায় রবিবার বাদশাহর সঙ্গে টেলিফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বাদশাহ সালমান ফিলিস্তিনিদের স্বার্থের ন্যায্য সমাধানে সৌদি আরবের সমর্থনের কথা জানান। গতকাল সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকের চুক্তিতে পৌঁছানোর পর সৌদি বাদশাহর সঙ্গে টেলিফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তবে গত সপ্তাহে সৌদি আরব বলেছে, আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শান্তি চুক্তিতে ইসরায়েল স্বাক্ষর না করলে ওই পথে হাঁটবে না রিয়াদ।

সর্বশেষ খবর