মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ায় ফের ভয়ঙ্কর দাবানল

ক্যালিফোর্নিয়ায় ফের ভয়ঙ্কর দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কয়েক বছর ধরেই থেমে থেমে দাবানলের আগুনে পুড়ছে। গত ২০ দিনে প্রায় ২,৩৪৩ বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল আগুনের মাঝে দাঁড়িয়ে নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা -এএফপি

ক্যালিফোর্নিয়ার ‘সিয়েরা ন্যাশনাল ফরেস্ট’ অঞ্চলে দাবানল ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই আগুনের মাঝে গত পরশু প্রায় ২০০ লোক আটকা পড়ে। পরে রবিবার সকালে তাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। ওই অঞ্চলে এখন তাপমাত্রা ১১৬ ডিগ্রি ফারেনহাউডের ওপরে। গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় ৯০০টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ২,৩৪৩ বর্গমাইল এলাকা পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। মারা গেছেন ৯ জন এবং ৩,৩০০ বসতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ খবর