মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাণিজ্য চুক্তি নিয়ে ইইউকে আলটিমেটাম জনসনের

১৫ অক্টোবরের মধ্যে ইইউর সঙ্গে চুক্তি হতেই হবে। এর পর আর আলোচনা চালানোর কোনো অর্থ হয় না 

ব্রেক্সিট বাণিজ্য চুক্তি নিয়ে চরমসীমা বেঁধে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৫ অক্টোবরের মধ্যে ইইউ-এর সঙ্গে বাণিজ্যিক চুক্তি না হলে যুক্তরাজ্য আলোচনাই বন্ধ করে দেবে হুঁশিয়ারি দিয়েছেন। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে যুক্তরাজ্যের। কিন্তু কোনো মতৈক্য হয়নি। এবার আলটিমেটামই দিয়ে বসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার তিনি বলেন, ‘১৫ অক্টোবরের মধ্যে ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে চুক্তি হতেই হবে। এর পর আর আলোচনা চালানোর কোনো অর্থ হয় না। চলতি বছরের শেষ থেকে এই চুক্তি কার্যকর হবে।’ জনসনের যুক্তি, ‘ওই সময়সীমার পর আর আলোচনা করে লাভ নেই। আমরা যদি এতদিন ধরে আলোচনা করে কিছু করতে না পারি, তা হলে আর তা টেনে নিয়ে যাওয়ার অর্থ নেই। তারপর আমি মনে করব, আমাদের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি হওয়া সম্ভব নয়।’ আজ (মঙ্গলবার) থেকে লন্ডনে ব্রেক্সিটের পর কী হবে তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। তার আগে এই হুমকি দিয়ে জনসন বাড়তি চাপ তৈরি করলেন।

সর্বশেষ খবর