মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেলারুশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ

বেলারুশের রাজধানী মিনস্কে কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে বিপুলসংখ্যক মানুষ। রবিবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করে, মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। গ্রেফতার হয়েছে বহু মানুষ। বিক্ষোভকারীরা দীর্ঘদিনের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ চায়। গত ২৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন লুকাশেঙ্কো। নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। লুকাশেঙ্কোর বিরোধীরা এবং পশ্চিমারা তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছে।

 

সর্বশেষ খবর