মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে টাইফুন হাইশেন

জাপানের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর টাইফুন হাইশেন এবার দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে। টাইফুনটির প্রভাবে দক্ষিণ কোরিয়ার ১০টি বিমানবন্দরের তিন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু ট্রেন সূচিও স্থগিত করা হয়েছে। প্রচন্ড ঝড়ো বাতাসের কারণে কোরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে পাঁচ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর মধ্যে পর্যটন দ্বীপ জেজুর রিজোর্টগুলো রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। জেজু ও দক্ষিণ কোরিয়ার গেয়ংসাং প্রদেশসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য অংশে টাইফুন সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া কর্মকর্তারা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, এই অঞ্চল পার হওয়ার পথে টাইফুনটি দুর্বল হয়ে পড়তে পারে।

সর্বশেষ খবর