বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইউরোপের বৃহত্তম শরণার্থী শিবির পুড়ে ছাই

ইউরোপের বৃহত্তম শরণার্থী শিবির পুড়ে ছাই

গ্রিসের লেসবস দ্বীপে অবস্থিত ইউরোপের সবচেয়ে বৃহত্তম ও ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির ‘মরিয়া’য় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল ভোরের দিকে লাগা এ আগুন শিবিরটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ান। স্থানীয় ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তার বরাতে খবরে বলা হয়েছে, শরণার্থী শিবিরটিতে ঠিক কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগে গত মার্চেও শিবিরটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় এক শিশুর মৃত্যু হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আগুনের সূত্রপাত হওয়ার পর তারা লোকজনকে তাদের জিনিসপত্র নিয়ে ক্যাম্প ছাড়তে দেখেছেন। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের সহায়তায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, মরিয়া নামের ওই শিবিরে প্রায় ১৩ হাজারের মতো শরণার্থীর বসবাস। অথচ শিবিরটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২ হাজার ২০০। তাই এখন শিবিরটিতে যত সংখ্যক মানুষ রয়েছে তা তার ধারণ ক্ষমতার ছয় গুণের বেশি।

এদিকে শরণার্থী শিবিরটির জীবনযাত্রার নিম্নমান নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে দাতব্য সংস্থাগুলো। গত সপ্তাহে একজন শরণার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে ক্যাম্পটির বাসিন্দাদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত সেখানে অন্তত ৩৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। দাতব্য সংস্থাগুলোর অভিযোগ, মরিনা শিবিরে জীবনযাত্রার মান এতটাই অপ্রতুল যে, সেখানে সামাজিক দূরত্বের মতো বিধিনিষেধ বাস্তবায়ন করা সম্ভব নয়।

সর্বশেষ খবর