শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ায় এক দিনেই পুড়ল ২৫ মাইল সবুজ অরণ্য

ক্যালিফোর্নিয়ায় এক দিনেই পুড়ল ২৫ মাইল সবুজ অরণ্য

ক্যালিফোর্নিয়ায় দাবানল সর্বত্র ছড়িয়ে পড়ছে -এএফপি

অ্যামাজনের দাবানলের স্মৃতি ফেরাচ্ছে ক্যালিফোর্নিয়া। এক দিনে পুড়ে ছাই হয়ে গেল ২৫ মাইল সবুজ অরণ্য। পুড়েছে বাড়িঘরও। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। জানা গেছে, বজ্রবিদ্যুৎ থেকে দাবানলের সূত্রপাত। তিন সপ্তাহ ধরেই জ্বলছে বনভূমি। পুড়ছে বাড়িঘর। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। উল্টে ঝোড়ো হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে দাবানল। যার জেরে বুধবার নতুন করে প্রাণ গেছে তিনজনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উষ্ণ এলাকা হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দ্রুত। আশপাশের প্রায় ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরও স্বস্তি নেই। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ১২ হাজার দমকল কর্মী। শুকনো পাতাঘেরা জঙ্গল আগুন ছড়িয়ে পড়ার পক্ষে একেবারে আদর্শ পরিবেশ। তাতেই বিপদ দ্বিগুণ হয়েছে। টেক্সাস, নিউ মেক্সিকো, সান ফ্রান্সিসকোসহ একাধিক জায়গা থেকে দমকল কর্মী ও ইঞ্জিন এনেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাশাপাশি এ দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই।

সর্বশেষ খবর