শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চীনের হাজারো শিক্ষার্থীর ভিসা বাতিল করল আমেরিকা

ফের আমেরিকায় বিপাকে চীনা নাগরিকরা। এবার ১ হাজারেরও বেশি ছাত্রছাত্রী ও গবেষকের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ ও দেশীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ভিসা বাতিল করেছে দেশটি। স্থানীয় সময় বুধবার এ কথা ঘোষণা করেছেন ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চ্যাড উলফ। এরপর ফের চীন-আমেরিকা দ্বন্দ্ব মাথাচাড়া দেবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০০৪৩ (পিআরসি)-এর আওতায় জুন থেকে এসব ভিসা বাতিল করা হয়। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও গবেষণায় থাকা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বহিষ্কার করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০০৪৩ এর অধীনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই তাদের ভিসা এখন আর বৈধ নয়। ব্যবসা থেকে মহামারী, জাতীয় সুরক্ষায় উঁকিঝুঁকি হোক কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, প্রায় সবকিছু নিয়ে গত এক বছর ধরে চীন-আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার তাতে ঘৃতাহুতি দিল ভিসা নিষিদ্ধ করার পদক্ষেপ।

সর্বশেষ খবর