শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
জার্মান সাময়িকীর প্রতিবেদন

নাভালনির অবস্থার উন্নতি নিরাপত্তা জোরদার

রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিক ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সেই নাভালনির অবস্থার উন্নতি হয়েছে। জার্মানির ডের স্পেইজেল সাময়িকী গতকাল জানিয়েছে, তিনি আবারও কথা বলতে পারবেন এবং অসুস্থ হয়ে পড়ার সময়ের কথাও মনে করতে পারছেন। এদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দর্শনার্থীরা ভিড় জমাতে পারে এ আশঙ্কায় নাভালনিকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। খবর রয়টার্সের

আলেক্সেই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটি জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য একটি দাতব্য সংস্থার বিমানে করে নিয়ে আসা হয় জার্মানির বার্লিনের একটি হাসপাতালে। বিষপ্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা।

সর্বশেষ খবর