শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যে তালেবানের জন্য আফগানিস্তানে মার্কিন হামলা, তাদের সঙ্গে শুরু শান্তি আলোচনা

যে তালেবানের জন্য আফগানিস্তানে মার্কিন হামলা, তাদের সঙ্গে শুরু শান্তি আলোচনা

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষত ৯/১১। ২০ বছর আগের সেই হামলা এখনো পোড়ায় বিশ্বের ক্ষমতাধর দেশটিকে। আল-কায়েদা ও তালেবানকে ওই হামলার জন্য দায়ী করা হয়। ওই হামলার শাস্তি দিতে আফগানিস্তানে ২০ বছর ধরে যুদ্ধ চালায় পেন্টাগন। খরচ করেছে আড়াই ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন-এক ট্রিলিয়ন) মার্কিন ডলার। কিন্তু সেই যুদ্ধে কী আমেরিকা জিতল সেটা বলার সময় এখনো আসেনি। তবে যাদের জন্য আফগানিস্তানে যুদ্ধ সেই তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শান্তি চুক্তি সেরে ফেলেছে। আর এখন কাতারে শান্তি চুক্তির জন্য বসছে আফগান সরকার ও তালেবান। আজ (শনিবার) থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি বৈঠক। সব ঠিক থাকলে বৈঠকে যোগ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছয়জন তালেবান বন্দীকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা হয়েছে তালেবান এবং আফগান প্রতিনিধিদের মধ্যে। তাদের নিয়ে কী করা হবে তা নিয়ে দ্বিমত থাকায় বৈঠকে বসতে পারছিল না দুই পক্ষ। কাতারের প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার দুই পক্ষ সিদ্ধান্ত নেয়, ওই ছয় বন্দীকে কাতারে নিয়ে আসা হবে। সেই মতো গতকাল তাদের নিয়েও আসা হয়েছে। আপাতত কাতারের জেলেই বন্দী থাকবেন তারা। বৈঠকের পর তাদের নিয়ে কী করা হবে, সেই সিদ্ধান্ত হবে। বস্তুত, এই বন্দীবিনিময়ের জন্যই এতদিন ধরে বৈঠক স্থগিত ছিল। গত মার্চ মাসে আফগান সরকারের সঙ্গে তালেবানের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু পাঁচ হাজার তালেবান এবং এক হাজার আফগান সেনাকে ছাড়ার ব্যাপারে দুই পক্ষ সম্মত হতে পারছিল না। পাশাপাশি আন্তর্জাতিক চাপও ছিল। অস্ট্রেলিয়া এবং ফরাসি প্রশাসন কয়েকজন তালেবান বন্দীর মুক্তির বিরোধিতা করেছিল। কারণ তাদের হাতে অস্ট্রেলীয় এবং ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছিল। জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত তার মধ্য থেকেও বেশ কিছু তালেবান জঙ্গিকে ছেড়ে দেয় আফগান প্রশাসন। কিন্তু ছয় বন্দীকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

সর্বশেষ খবর