শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইইউ-ব্রিটেন তীব্র সংঘাত সৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক আইনের শর্ত খেলাপের উদ্যোগ

যুক্তরাজ্য প্রতিনিধি

ইইউ-ব্রিটেন তীব্র সংঘাত সৃষ্টির আশঙ্কা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের তীব্র সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে ব্রেক্সিট চুক্তির কিছু শর্ত ভাঙার উদ্যোগ নিয়েছে। বরিস জনসনের সরকার সত্যি ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে অভ্যন্তরীণ আইন প্রণয়ন করলে তার পরিণাম যে মারাত্মক হতে পারে, ইইউ নেতারা সে বিষয়ে সতর্ক করে দিচ্ছেন। বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডের শান্তি বিপন্ন করতে পারে, এমন কোনো পদক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলবে বলে সতর্কবাণী শোনা যাচ্ছে। পুরোপুরি বিচ্ছেদের পর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনায় অগ্রগতির অভাব নিয়ে এতদিন তেমন কোনো বিস্ময় ছিল না। আলোচনা বিফল হলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হওয়ার পর দুই পক্ষের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে লেনদেন হবে, এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মতবিরোধের পাশাপাশি স্বাক্ষরিত ব্রেক্সিট চুক্তির শর্ত খেলাপের আশঙ্কা কেউ করেনি। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে ব্রিটেন বুধবার এমন আইনের খসড়া পেশ করতে চলেছে, যার ফলে আন্তর্জাতিক আইন ভেঙে ব্রেক্সিট চুক্তির অংশবিশেষ বাতিল করা হতে পারে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন, গত বছরের ব্রেক্সিট চুক্তির শর্ত ভাঙা হলে রাজনৈতিক আস্থার মারাত্মক ক্ষতি হতে পারে। এ অবস্থায় ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনায় ইইউ আরও কঠোর অবস্থান নেবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি বলেন, ব্রিটেন বোঝাপড়ার শর্ত ভাঙার কোনো চেষ্টা করলে তার মারাত্মক পরিণাম দেখা দিতে পারে। ব্রিটিশ সংসদে এক প্রশ্নের জবাবে উত্তর আয়ারল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্র্যান্ডন লুইস স্বীকার করেন যে, এই পদক্ষেপের ফলে ‘নির্দিষ্ট ও সীমিত আকারে’ আন্তর্জাতিক আইন ভাঙা হচ্ছে। তবে তার মতে, পরিস্থিতি পরিবর্তনের ফলে অতীতেও এমন ঘটনার দৃষ্টান্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর