শিরোনাম
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দ. চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও চীনের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে মতবিরোধে হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ার করল চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটন উত্তেজনা উসকে দিচ্ছে, যা এই কৌশলগত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে ‘সবচেয়ে বড় বিপজ্জনক’ উপাদান হিসেবে কাজ করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে দেওয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন। 

ওয়াং বলেন, ‘দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা চীনের কাছে কৌশলগত গুরুত্ব বহন করে। এছাড়া, এই অঞ্চলকে ঘিরে আসিয়ানভুক্ত দেশগুলো এবং চীনের অভিন্ন কৌশলগত আকাক্সক্ষা রয়েছে।’ তিনি বলেন, ‘এই আকাক্সক্ষার প্রতি আমেরিকাসহ সব বহিঃশক্তি যে সম্মান প্রদর্শন এবং উত্তেজনা সৃষ্টি করে তা থেকে ফায়দা লোটা বন্ধ করবে বলে চীন আশা করছে।’

সর্বশেষ খবর