শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নির্বাচনে হস্তক্ষেপ

রাশিয়া-সংশ্লিষ্ট চারজনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য রাশিয়া-সংশ্লিষ্ট চারজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রেসিডন্ট প্রার্থীদের নিশানা করে মস্কো বিভিন্ন পদ্ধতিতে ও কর্মতৎপরতায় নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে অভিযোগ মন্ত্রণালয়ের।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন পার্লামেন্টের এক সদস্যসহ আরও তিন রুশ নাগরিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এ তিন রুশ হচ্ছেন রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির (আইআরএ) কর্মকর্তা। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করতে গিয়ে সাবেক মার্কিন বিশেষ কাউন্সেল রবার্ট মুলার এ তিনজনকে অভিযুক্ত করেছিলেন। আর ইউক্রেনের আইনপ্রণেতার বিরুদ্ধে অসাধু উপায়ে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ করেছে অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার এসব অপপ্রচার মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব হাতিয়ারই ব্যবহার করে যাবে।’ অর্থ মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত চার ব্যক্তির যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পত্তি জব্দসহ আমেরিকানদের সঙ্গে লেনদেনও নিষিদ্ধ হবে।

সর্বশেষ খবর