রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২৪ সৌদি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর নির্দেশ

৯/১১ হামলা

২৪ সৌদি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর নির্দেশ

নিউইয়র্কের টুইন টাওয়ারসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থাপনায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ২৪ জন সাবেক ও বর্তমান সৌদি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঠাতে রিয়াদের প্রতি নির্দেশনা জারি করেছে এক মার্কিন আদালত। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকারী এক সাবেক রাষ্ট্রদূতও রয়েছেন। তবে এ ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষের এক আইনজীবীকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করেও সাড়া পাওয়া যায়নি। খবর আলজাজিরার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার জঙ্গিরা বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার একটি মাঠে হামলা চালায়।

সর্বশেষ খবর