রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে আরও একটি প্রস্তাব

ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে আরও একটি প্রস্তাব

শান্তিতে ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করতে দ্বিতীয়বারের মতো প্রস্তাব করা হয়েছে। কসোভো এবং সার্বিয়াকে শান্তি চুক্তির আওতায় আনতে ভূমিকা রাখায় পুরস্কারটির জন্য তার নাম প্রস্তাব করেছেন সুইডেনের আইনপ্রণেতা ম্যাগনাস জ্যাকবসন। এর আগে ৯ সেপ্টেম্বর দীর্ঘদিন ধরে বিবদমান ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।

প্রসঙ্গত, কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় ১৯৯৮-৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। এর এক দশক পর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। পরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় স্বাধীনতা ঘোষণা করে তারা। গত ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সার্বিয়া ও কসোভো অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ ও কসোভোর প্রধানমন্ত্রী, আবদুল্লাহ হোতি পারস্পরিক সহযোগিতায় সম্মত হন। ওভাল অফিসে দুই নেতার পাশে দাঁড়িয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এই ঐতিহাসিক প্রতিশ্রুতির ঘোষণা দিতে পেরে গর্বিতও।’

ট্রাম্পকে দ্বিতীয় মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়ে জ্যাকবসন শুক্রবার টুইটে বলেন, ‘হোয়াইট হাউসে স্বাক্ষরিত শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের যৌথ চুক্তির জন্য আমি ট্রাম্প প্রশাসন, সার্বিয়া এবং কসোভোকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করার প্রস্তাব দিয়েছি। বাণিজ্য এবং যোগাযোগ শান্তির জন্য গুরুত্বপূর্ণ শর্ত।’

সর্বশেষ খবর