রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে সপ্তাহে বেকার ভাতা ৩০০ ডলার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা মহামারীর কারণে বেকার হওয়া আমেরিকানদের জন্য সাপ্তাহিক বেকার ভাতা ১ আগস্ট থেকে পুনরায় চালু করা নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ চলছে। এতে প্রায় ২ কোটি আমেরিকান চরম অর্থ সংকটে দিনাতিপাত করছেন। এ অবস্থায় আপদকালীন সহায়তার অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাপ্তাহিক ৩০০ ডলার হিসেবে বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে নিউইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্ট। একই কর্মসূচিতে ইতিমধ্যেই ৪০টি স্টেটের বেকারদের মধ্যে সেই অর্থ বিতরণের কাজ শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর নিউইয়র্ক স্টেটের লেবার ডিপার্টমেন্টের ঘোষণা অনুযায়ী ২, ৯ এবং ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া তিন সপ্তাহের জন্য প্রত্যেক বেকারকে একত্রে ৯০০ ডলার করে প্রদান করা হবে। এটি হবে স্টেট প্রদত্ত ভাতার অতিরিক্ত। ৩১ জুলাইয়ের আগে এর পরিমাণ ছিল ৬০০ ডলার করে। পুনরায় ৬০০ ডলার করে প্রদানের জন্য গত ১৫ মে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা একটি বিল পাস করেছেন ‘হিরোজ অ্যাক্ট’ নামে। কিন্তু সিনেটে বিলটি পাস হয়নি।

সর্বশেষ খবর