সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
আল জাজিরার রিপোর্ট

মার্কিন নির্বাচনে ফ্যাক্টর কৃষ্ণাঙ্গ ভোটার

মার্কিন নির্বাচনে ফ্যাক্টর কৃষ্ণাঙ্গ ভোটার

আর মাস দেড়েক বাকি। তারপরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের নির্বাচন। কিন্তু কে আসছেন এবারে ক্ষমতায়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দিন যত যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চলছে নানা রকম জরিপ। অবশ্য জরিপগুলোতে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে বলছে, এবারের নির্বাচনে কৃষ্ণাঙ্গ মার্কিনিরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর আগের অনেক নির্বাচনেই অবশ্য ফ্যাক্টর ছিল কৃষ্ণাঙ্গরা। কিন্তু এ বছর নির্বাচনের আগে বর্ণবাদ নিয়ে আলোচনাই শুরু হয়েছে। জাতীয় পর্যায়ে বিতর্কের বিষয় হয়ে উঠেছে কৃষ্ণাঙ্গ ভোটাররা। বিশেষ করে কয়েকজন কৃষ্ণাঙ্গকে পুলিশ হত্যা করার পর দেশজুড়ে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। এতে দেশে বর্ণবাদী ন্যায়বিচার ও পুলিশে সংস্কার দাবি জোরালো হয়েছে। এই অস্থিরতার দিকে দৃষ্টি দিতে বাধ্য হয়েছেন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেন। তারা জটিল এই ইস্যু নিয়ে এবার পরস্পরের মুখোমুখি। নির্বাচনের ছয় মাস আগে থেকে করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রেকর্ডসংখ্যক বেকারত্বের হার। এর মধ্যে ভোটে কৃষ্ণাঙ্গরা গতি আনবেন কিনা তা অস্পষ্ট। তারা ভোট দিতে যাবেন কিনা তা কেউ হলফ করে বলতে পারছেন না। ফলে নির্বাচনের ফল নির্ধারণে তারা হয়ে উঠতে পারেন মূল ফ্যাক্টর।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তাকে পেছনে ফেলে অনেক বেশি এগিয়ে গেছেন জো বাইডেন। তাকে সমর্থন করছেন শতকরা ৭৮ ভাগ কৃষ্ণাঙ্গ ভোটার। কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বলে পরিচিত হাওয়ার্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স বিভাগের চেয়ার ও প্রফেসর রবি পেরি বলেছেন, বেশির ভাগ কৃষ্ণাঙ্গ ভোটার সমর্থন করছেন জো বাইডেনকে। তবে তাদের আগ্রহের মধ্যে পার্থক্য আছে। বেশির ভাগ কৃষ্ণাঙ্গ নারী এই মুহূর্তে অধিক হারে সমর্থন করছেন জো বাইডেনকে। অনেক তরুণ যুবকও তাকে সমর্থন করছেন। এই মাসে উইসকনসিন রাজ্যের কেনোশা সফর করেছেন দুই প্রার্থীই। এই রাজ্যটি ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত। কারণ, এখানে প্রকৃত ভোটের লড়াই হয়।

সর্বশেষ খবর