শিরোনাম
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সংসদ অধিবেশনের আগে অমিত শাহ হাসপাতালে সোনিয়া বিদেশে

নয়াদিল্লি প্রতিনিধি

সংসদ অধিবেশনের আগে অমিত শাহ হাসপাতালে সোনিয়া বিদেশে

ভারতের সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ। তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ রওনা হয়েছেন। সঙ্গে গেছেন ছেলে রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে অমিত শাহ (৫৫) গত ১৮ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ‘তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সময়েই বলা হয়েছিল সংসদ অধিবেশনের পূর্বে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য ১-২ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে।’ গত ২ আগস্ট তিনি টুইট বার্তায় জানিয়েছিলেন, তাঁর দেহে করোনাভাইরাসের পজিটিভ লক্ষণ পাওয়া গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান   তাঁর শারীরিক কুশল কামনা করে বার্তাও দিয়েছিলেন।

এদিকে জাতীয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা জানান, কংগ্রেস সভানেত্রীর রুটিন  শারীরিক পরীক্ষা আগেই বিদেশে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তিনি যেতে পারেননি। রাহুল তাঁর সঙ্গে গেলেও তিনি শিগগিরই দেশে ফিরবেন।

সর্বশেষ খবর