সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বিশ্ব পরিস্থিতি

ফ্রান্সে ভাইরাসের পুনরুত্থান

প্রতিদিন ডেস্ক

ফ্রান্স থেকে করোনাভাইরাস বিদায় নিতে চলেছে- এমন ধারণা যখন বদ্ধমূল হচ্ছিল, ঠিক তখনই দেশটিতে ভাইরাসের পুনরুত্থান ঘটা শুরু হয়েছে। ফলে কয়েক দিন থেকে সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফ্রান্সে গত শনিবার এক দিনেই ১০ হাজার ৫৬১ কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সূত্র বলছে, করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে ইউরোপের এ  দেশটিতে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি রোগী শনাক্তের ঘটনা এবারই প্রথম। দৈনিক শনাক্তের পরিমাণ দেশটিতে বৃহস্পতিবার শনাক্ত হওয়া রোগীর রেকর্ডও টপকে গেছে। বৃহস্পতিবার ফ্রান্সে ৯ হাজার ৮৪৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। দেশটিতে তিন দিনে প্রায় ৩০ হাজার রোগী শনাক্তের ঘটনা ভাইরাসের পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বিচলিত ফ্রান্স সরকার শুক্রবার নতুন কিছু ব্যবস্থা নেওয়ার রূপরেখা ঠিক করেছে। এসব পদক্ষেপের মাধ্যমে চলতি বছরের শুরুর দিকে যে রকম লকডাউন দেওয়া হয়েছিল, তা এড়ানো যাবে বলেও প্রত্যাশা করছেন তারা। -রয়টার্স।

সর্বশেষ খবর