মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

উহানের ল্যাবেই তৈরি করোনা প্রমাণ দেখাতে পারি

চীনা গবেষকের দাবি

ফের করোনাভাইরাসের জন্ম বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। ইচ্ছাকৃতভাবে চীন করোনা ভাইরাস ছড়িয়েছে। এমন দাবি আগেও উঠেছে একাধিকবার। এবার চীন থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া ভাইরোলজিস্ট দাবি করলেন, তিনি প্রমাণ করে দেবেন যে করোনাভাইরাস ‘ম্যান-মেড।’ তার দাবি, বেইজিং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অনেক আগে থেকেই সবকিছু জানত। শুধু তাই নয়, এক জনপ্রিয় টক-শোতে এসে তিনি দাবি করলেন, নোভেল করোনাভাইরাসের উৎসস্থল চীনা  সরকারের তত্ত্বাবধানে থাকা উহানের ল্যাবরেটরিই। ভাইরাসটি যে মনুষ্যসৃষ্ট, তা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ তার কাছে আছে। আর তাই তড়িঘড়ি লি মেং ইয়ানকে চীন ছাড়তে হয়েছে। নইলে চীন সরকার তাকে খুন করতে পারত বলেও দাবি করেছেন ওই ভাইরোলজিস্ট। ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের জন্ম হংকংয়ে। তবে তিনি গবেষণার কাজ করতেন চীনে। চলতি বছরের শুরুতে তাকে চীন ছেড়ে পালাতে হয়েছিল।

সর্বশেষ খবর