মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষমতা পাকা করতে পুতিনের দ্বারে বেলারুশ প্রেসিডেন্ট

২৬ বছর ধরে আছেন ক্ষমতায়। বেলারুশে তাকে বলা হয় ‘শক্তিশালী মানব’। আর ইউরোপের দেশগুলো বলে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউরোপের শেষ ‘একনায়ক’। তবে যাই হোক, ৯ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর থেকে চাপে আছেন লুকাশেঙ্কো। ইউরোপের এ দেশটিতে নির্বাচনের পর থেকে অর্থাৎ টানা পাঁচ সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। দেশটির বিরোধী দলের অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তাকে ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু লুকাশেঙ্কো দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুতরাং তিনি ক্ষমতায় আছেন।

সর্বশেষ খবর