বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজ্ঞানের চেয়ে জলবায়ু সম্পর্কে আমার জ্ঞান অনেক বেশি

দাবি তুলে হাসির খোরাক ট্রাম্প

বিজ্ঞানের চেয়ে জলবায়ু সম্পর্কে আমার জ্ঞান অনেক বেশি

বিভিন্ন বিষয়ে অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জুড়ি মেলা ভার। এর জন্য অবশ্য মাঝে মধ্যেই বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হন তিনি। তারপরও তার কোনো পরিবর্তন হয় না। সোমবার ফের তার প্রমাণ পাওয়া গেল। জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি যা জানেন, বিজ্ঞান তার কিছুই খবর রাখে না বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই আজব দাবির কথা শুনে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। বেশ কিছুদিন ধরে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে দাবানলের জন্য পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসায় বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন বিজ্ঞানী ও পরিবেশবিদরা। এর মাঝেই বিজ্ঞান ও বিজ্ঞানীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মহল যখন আরও বিপর্যয়ের আশঙ্কা করছেন, দাবানলের ফলে গরম বাড়বে বলে দাবি করছেন।

সর্বশেষ খবর