বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেলারুশের প্রেসিডেন্টকে বিলিয়ন ডলার ঋণ দিলেন পুতিন

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এখন নিজ দেশে বিদ্রোহের তোপে রয়েছেন। দেশটির লাখো মানুষ এখন তার পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে। বিদ্রোহীদের অভিযোগ গত ৯ আগস্ট নির্বাচনে কারচুপি করে ফের ক্ষমতা দখল করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি এভাবে গত ২৬ বছর ধরে ক্ষমতায় আছেন। সেই সমস্যা জর্জরিত প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ক্ষমতায় থাকার সমর্থনে গত পরশু সফর করেছেন রাশিয়া। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। আর সফরে আলেকজান্ডার লুকাশেঙ্কো পুরস্কার হিসেবে পেলেন দেড় বিলিয়ন ডলার ঋণ।

এই দুই নেতা কৃষ্ণ সাগরের সোচি অবকাশ কেন্দ্রে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন।

সর্বশেষ খবর