শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নাভালনির পানির বোতলে মিলেছে নোভিচক

নাভালনির পানির বোতলে মিলেছে নোভিচক

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পানির বোতলে রাসায়নিকের আলামত মিলেছে। দাবি করেছেন নাভালনির সমর্থকরা। গতকাল তার দল জানায়, সাইবেরিয়ান শহর টমস্কে তার হোটেলের রুমে একটি খালি পানির বোতল থেকে রাসায়নিক (নোভিচক) শনাক্ত করা হয়। ধারণা করা হয় সেখানেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। গত মাসে সার্বিয়া থেকে ফেরার পথে রাশিয়ার একটি ফ্লাইটে  নাভালনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তার দলের দাবি, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। জার্মানির একটি সামরিক ল্যাবেও নোভিচক নামের স্নায়ু বিকল করা বিষাক্ত রাসায়নিক প্রয়োগের  প্রমাণ পাওয়া গেছে। নাভালনি সাইবেরিয়ান শহরে হোটেলে থাকার সময় তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়েছিল।   সেখানে দেখা গেছে, তার দলের সদস্যরা কোনো জিনিসপত্র ফেলে যাচ্ছেন কিনা তা তিনি পর্যবেক্ষণ করছেন। এর এক ঘণ্টা পর দেখা যায় সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই হোটেলে তার রুম থেকে একটি খালি পানির বোতলে নোভিচক শনাক্ত করা হয়।-আলজাজরিা।

সর্বশেষ খবর