শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এবার উন্মোচিত হলো মেলানিয়ার ব্রোঞ্জের ভাস্কর্য

স্লোভেনিয়ায় নিজের জন্মশহরের কাছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জ নির্মিত নতুন একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। গত বছর ওই স্থানে একটি কাঠের ভাস্কর্য স্থাপনের পর তা পুড়িয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। তবে মেলানিয়ার বোঞ্জের মূর্তিটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই অভিমত, ভাস্কর্যটি মেলানিয়ার জন্য অমর্যাদাকর আর তা মোটেই মার্কিন ফার্স্ট লেডির মতো দেখতে নয়। খবর বিবিসির

মার্কিন ফার্স্টলেডির জন্ম ও বেড়ে ওঠা সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ সেøাভেনিয়ায়। সেখানকার সেভনিকা শহরে বেড়ে ওঠা এই ফ্যাশন মডেল ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৫ সালে আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেভনিকা শহর পর্যটকদের আকর্ষণে পরিণত হয়। নতুন স্থাপিত ভাস্কর্যটির নামফলকে বলা হয়েছে, নিজ শহরে মেলানিয়ার পবিত্র স্মৃতির প্রতি উৎসর্গকৃত। মার্কিন শিল্পী ব্রাড ডাউনি মূল ভাস্কর্যটি স্থাপন করেন। ২০১৯ সালে সেটি স্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর