শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

প্রাণঘাতী করোনা পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই লাতিন আমেরিকায় সব কিছুই আগের মতো খুলে দেওয়া হয়েছে। কাজটি ঠিক হয়নি বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ক্যারিসা এটিন।

বুধবার তিনি ওয়াশিংটন থেকে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার অন্য পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ সতর্কতা করেছেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত দুই সপ্তাহে ভাইরাসটি দশ গুণ বেড়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, মেক্সিকোর বিভিন্ন জায়গায় মৃত্যুহার চূড়ান্তভাবে বৃদ্ধি পাচ্ছে। ইকুয়েডর, কোস্টারিকা এবং বলিভিয়াতেও এর প্রবণতা বাড়ছে। আর্জেন্টিনারও একই দিকে যাচ্ছে। সব খুলে দিলে ভাইরাসটি ছড়িয়ে পড়ার বেশি জায়গা পাবে এবং জনসংখ্যা আরও ঝুঁকির মধ্যে পড়বে।  -আলজাজিরা।

সর্বশেষ খবর