শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
উত্তর-পশ্চিম ইংল্যান্ডে কারফিউ

টেস্ট নিয়ে ব্যর্থতা স্বীকার করলেন বরিস

আ স ম মাসুম, যুক্তরাজ্য

টেস্ট নিয়ে ব্যর্থতা স্বীকার করলেন বরিস

ব্রিটিশ সরকারের শীর্ষ ব্যক্তি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক ও স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষ সবাই ঐক্যবদ্ধভাবে করোনা টেস্টিং সিস্টেমের প্রতি গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ডের করোনা টেস্টিং সিস্টেম এতটাই দুর্বল যে, সবচেয়ে সংক্রমিত এলাকা বোল্টনেও যথাসময়ে টেস্ট করাতে বা টেস্ট বুকিং দিতে ব্যর্থ হচ্ছে সাধারণ মানুষ। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন স্বীকার করেছেন তার দেশে করোনা টেস্টিং ক্যাপাসিটি পর্যাপ্ত নয়। পার্লামেন্টারি কমিটির সামনে তিনি এও বলেছেন, টেস্টিং সিস্টেমের উন্নতির জন্য তার সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ইংল্যান্ডে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা বোল্টনে প্রতি ১ লাখে ১৯৬ জন আক্রান্ত। অথচ বোল্টনে বুধবার মাত্র কিছুসংখ্যক মানুষ করোনা টেস্টের সুযোগ পান। দিন ফুরাবার আগেই টেস্টিং ক্যাপাসিটি শেষ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত নর্থ ইস্ট ইংল্যান্ডে রাত ১০টার পর থেকে চলাচলের ওপর কারফিউ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে রেস্টুরেন্ট, বার ও পাব বন্ধ থাকবে এবং স্বজনদের বাসায় বেড়ানো নিরুৎসাহিত করা হচ্ছে। নিউক্যাসলে সিটি কাউন্সিলের লিডার নিক ফরবিস বলেছেন, সরকারি নিয়মনীতি কঠোর ও কঠিনভাবে পালন করতে হবে। যদি করোনা নিয়ন্ত্রণে না আসে তবে ফুল লকডাউন দিতে হতে পারে। এর আওতায় পড়বে নিউক্যাসলে, নর্থ হ্যামবারল্যান্ড, নর্থ টেইনিসাইড, সাউথ টেইনিসাইড, গেইটসাইড, কান্ট্রি ডারহ্যাম, সান্ডারল্যান্ডসহ আশপাশ এলাকা।

সর্বশেষ খবর