রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আফগান শিশুদের পরিচয়পত্রে যুক্ত হচ্ছে মায়ের নাম

আফগান শিশুদের পরিচয়পত্রে যুক্ত হচ্ছে মায়ের নাম

অবশেষে আফগানিস্তানে সন্তানের জাতীয় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নামও যুক্ত হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ-সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। নারীদের পরিচয়ের স্বীকৃতির দাবিতে দীর্ঘ দিন থেকে চলা আন্দোলনের জেরে ওই সংশোধনী আনা হয়। আফগানিস্তানের আইন অনুযায়ী এত দিন দেশটির পরিচয়পত্রে কেবল বাবার নাম লেখা থাকত।  দেশটিতে প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ প্রথাগতভাবে অবমাননাকর বলে বিবেচনা করা হয়। ডাক্তারের চিকিৎসাপত্রে কয়েকজন নারী নিজেদের নাম ব্যবহার করায় দেশটির কয়েকজন নারীকে মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে প্রায় তিন বছর আগে ‘আমার নাম কোথায়’ হ্যাশট্যাগ দিয়ে একটি প্রচারণা শুরু হয়। বিশ্বজুড়ে সেলিব্রেটি আর পার্লামেন্ট সদস্যদের মধ্যে সাড়া ফেলে ওই প্রচারণা। ওই প্রচারণায় সন্তানের পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার আহ্বান জানানো হয়। আফগান মন্ত্রিসভার আইন-সংক্রান্ত কমিটি বলছে, পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত করার সিদ্ধান্ত লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠা এবং নারী অধিকার উপলব্ধির ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ। খবর বিবিসির

সর্বশেষ খবর