রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে পার্টিতে নির্বিচারে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন। স্থানীয় সময় শুক্রবার  রাতে নিউইয়র্ক রাজ্যের রোচেস্টারে এ ঘটনা ঘটে। খবরে পুলিশের বরাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি। নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তিনি আরও বলেন, গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান পুলিশ। সে সময় সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় ১০০ জন মানুষ এদিক-সেদিকে এলোমেলোভাবে দৌঁড়ে পালাচ্ছিলেন। তবে ঘটনার আগে ওই স্থানে কোনো পার্টির খবর তারা জানতেন না বলেও জানান তিনি। মার্ক সিমন্স জানান, তার এলাকায় এমন ঘটনা সত্যিই দুঃখজনক। তিনি বলেন, আরেকটা দুঃখজনক ব্যাপার হলো করোনা সংক্রমণের মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা, যা মোটেও নিারাপদ নয়। মার্ক সিমন্স জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন কাউকে গ্রেফতার করা হয়নি। খবর গার্ডিয়ান, আল জাজিরার

সর্বশেষ খবর