রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মার্কিন সুপ্রিম কোর্টের নারী বিচারপতি গিন্সবার্গের মৃত্যু

মার্কিন সুপ্রিম কোর্টের নারী বিচারপতি গিন্সবার্গের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ ও কোর্টের ইতিহাসে দ্বিতীয় নারী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ (৮৭) মারা গেছেন। শুক্রবার ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম এই পথিকৃতের মৃত্যু হয়। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। বিচারপতি গিন্সবার্গের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমেছে। খবর বিবিসি, সিএনএন

গিন্সবার্গের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রে উদারপন্থি নারীবাদীদের অন্যতম আদর্শ ছিলেন গিন্সবার্গ। দেশটির সর্বোচ্চ আদালতে ২৭ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বলেছেন, ‘জাতি ঐতিহাসিক মর্যাদার এক বিচারপতিকে হারাল। সুপ্রিম কোর্টে আমরা এক স্নেহধন্য সহকর্মীকে হারালাম।’ গিন্সবার্গের মৃত্যুতে দেশটির সর্বোচ্চ আদালতে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এটি বেশ বড় ইস্যু হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেকরা।

সর্বশেষ খবর