রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

উইঘুরদের নিয়ে আমরা উদ্বিগ্ন : জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা উইঘুরদের নিয়ে উদ্বিগ্ন।’ সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে তিনি এ কথা বলেন। ব্যাচেলেট বলেন, ‘আমার অফিস জিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে চীনা নীতিমালা নিয়ে দেশটির সরকারের সঙ্গে কাজ করছে। চীন সরকারের আমন্ত্রণের পর আমি অঞ্চলটি সম্ভাব্য সফরের পরিকল্পনা করছি। পরিস্থিতি অনুকূল হলে এই সফরের বিষয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’ প্রসঙ্গত, বৈদেশিক নীতিমালা বিষয়ক একটি নতুন প্রতিবেদনে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রধানত মুসলিম জাতিগত সংখ্যালঘুদের উইঘুর, কাজাখ এবং অন্যদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সেখানে গণনির্বীজকরণ, জোরপূর্বক গর্ভপাত এবং বাধ্যতামূলক জন্মনিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে চীনা কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসারে এগুলো গণহত্যার পর্যায়ে পড়ে। সূত্র : জি নিউজ।

সর্বশেষ খবর