রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ ছাড়লেন আমাল ক্লুনি

যুক্তরাজ্যের প্রেস ফ্রিডম বিষয়ক বিশেষ দূতের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্বনামধন্য আইনজীবী ও মানবাধিকারকর্মী আমাল ক্লুনি। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদ্যোগ নিয়েছে। এতে তিনি হতাশ। পদত্যাগপত্রে ক্লুনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে উইদড্রয়াল এগ্রিমেন্ট বা ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে তা অগ্রাহ্য করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনসন। এটা তার কাছে বেদনাদায়ক মনে হয়েছে। পরাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর