মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানে সরকার ও সেনাবিরোধী আন্দোলন

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) নাম দিয়ে পাকিস্তানের সব বিরোধী দল এক কাতারে দাঁড়াল। নওয়াজ শরিফের দল পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ এবং সহসভাপতি মরিয়ম নওয়াজ, জুলফিকার আলী ভুট্টোর দল পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধী নেতারা এ নিয়ে বৈঠক করেন। এই জোটের প্রধান এজেন্ডা প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করা। নতুন জোট রবিবার একটি পদক্ষেপের আওতায় তিন-পর্যায়ের সরকারবিরোধী আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে। পরিকল্পনা আগামী মাস থেকে দেশব্যাপী জনসভা, বিক্ষোভ ও ডিসেম্বরে সমাবেশ এবং আগামী জানুয়ারিতে ইসলামাবাদের দিকে একটি ‘সিদ্ধান্তমূলক লংমার্চ’ দিয়ে শুরু হবে। তবে ওই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কারণ তিনি গত নভেম্বর থেকে চিকিৎসার জন্য লন্ডনে। তবে তিনি ভিডিওর মাধ্যমে ভাষণ দেন। বিরোধীদের দাবি, পাকিস্তানের রাজনীতিতে সেনার প্রভাব চলবে না। নতুন দায়বদ্ধতা আইন আনতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে। ইমরানের ইস্তফা চাওয়ার কারণ, বিরোধীদের দাবি, তিনি নির্বাচনে জালিয়াতি করে জিতেছিলেন। আর সেই জালিয়াতিতে সাহায্য করেছিল সেনাবাহিনী।

সর্বশেষ খবর