মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসছে মিসর

মিসরে কঠোর নিরাপত্তা সত্ত্বেও কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী রবিবার মিসরে রাস্তায় নেমেছিল। গণতান্ত্রিকভাবে    নির্বাচিত মুরসি সরকারকে ধুলায় মিশিয়ে দিয়ে সেনাবাহিনী থেকে  ক্ষমতায় আসেন আবদেল ফাত্তায় আল-সিসি। তার বিরুদ্ধে যাতে কখনো কোনো আন্দোলন না হয় সে জন্য তার বাহিনীকে সর্বদা প্রস্তুত   রেখেছেন। তার মধ্যেই সরকারবিরোধী এই বিক্ষোভ হলো। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে যে বিক্ষোভকারীরা ব্যানার ধরেছিল এবং মিসরীয় প্রেসিডেন্ট সিসিকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে স্লোগান দিচ্ছিল। অন্যরা একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল কেউ কেউ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল যারা তাদের থামানোর চেষ্টা করেছিল। আলজাজিরা

সর্বশেষ খবর