বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জমবে ট্রাম্প-বাইডেন বিতর্ক

জমবে ট্রাম্প-বাইডেন বিতর্ক

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষীণ, কথা বলার সময় আটকে যাওয়া এবং বিতর্কে জয়ের পক্ষে অক্ষম বলে সমালোচনা করে আসছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এখন সেই সমালোচনা থেকে সরে আসছেন। এমনও ইঙ্গিত দিয়েছেন তার এসব অক্ষমতাই হয়তো তার সঙ্গে বিতর্কে তিনি (বাইডেন) বিজয়ী হবেন। নির্বাচনের আগে তিন দফা মুখোমুখি বিতর্কে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী মাইক পেন্স ও ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে হবে এক দফা বিতর্ক। মার্কিন নির্বাচনী মৌসুমে এসব বিতর্কের দিকে দৃষ্টি থাকে মার্কিনিসহ বিশ্বের সচেতন মহলের। বলা হয়, এই মুখোমুখি বিতর্ক হলো এ সময়ের প্রধানতম রাজনৈতিক ইভেন্ট। মোট চার দফা বিতর্কে দৃষ্টি থাকে বিপুল সংখ্যক মানুষের। এতে মডারেটর বা সঞ্চালক হিসেবে কে থাকবেন তাও ঘোষণা করা হয়েছে। তিনি হলেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। তিনি ক্লিভল্যান্ডে ২৯ সেপ্টেম্বর প্রথম প্রেসিডেনসিয়াল বিতর্কের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় বিতর্ক হবে মিয়ামিতে। সেখানে ১৫ অক্টোবর টাউন হল স্টাইলে বিতর্ক হবে। এতে মডারেটর থাকবেন সি-স্প্যান-এর স্টিভ স্কালি। নাশভিলে প্রেসিডেনসিয়াল শেষ বিতর্ক হবে ২২ অক্টোবর। তাতে উপস্থাপক থাকবেন ক্রিশ্চেন ওয়েলকার। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক হবে ইউটাহ রাজ্যের সল্ট লেক সিটিতে। এই বিতর্ক হবে ৭ অক্টোবর। এতে মডারেটর থাকবেন ইউএসএ টুডে পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান সুসান পেইজ। সব বিতর্কই স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী হওয়ার কথা। এর মধ্যে থাকবে না কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বিরতি।

প্রস্তুতি : এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, ট্রাম্প বিতর্ক নিয়ে খুব বেশি প্রস্তুতি গ্রহণ করেননি, তার প্রচার প্রচারণায় একক উপহাসের অধিবেশন অনুষ্ঠিত হয়নি এবং তা করার কোনো পরিকল্পনাও করা হয়নি। প্রথম বিতর্কের সঞ্চালক ক্রিস ওয়ালেস।

সর্বশেষ খবর