বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার উপকূলে ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার উপকূলে ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে আটকা পড়া ২৭০টি তিমির মধ্যে কমপক্ষে ৯০টির মৃত্যু হয়েছে। আরও তিমি মৃত্যুর পথে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। খবর বিবিসির

তাসমানিয়ার পশ্চিম উপকূলে বহুসংখ্যক তিমির আটকা পড়ার ঘটনাটি সোমবার প্রকাশ পায়। আটকেপড়া তিমির মধ্যে গতকাল ২৫টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাইলট তিমিগুলোর মধ্যে যেগুলো এখনো বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, এর জন্য কয়েকদিন সময় লাগবে।

কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা এখনো জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই এলাকায় সাধারণ ঘটনা হলেও ২০০৯ সালের পর থেকে এত তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।

সর্বশেষ খবর