বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হাজার হাজার পশতুন শামিল

প্রতিদিন ডেস্ক

ওয়াজিরিস্তানের দক্ষিণাঞ্চলে ওয়ানা নামক স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হাজার হাজার পশতুন অংশ নিয়েছে। মিছিলের আয়োজক ‘পশতুন লং মার্চ’ আন্দোলন। যার নেতৃত্বে রয়েছে কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকার পশতুন যুবকরা। ‘ডেইলি হান্ট ডট ইন্ডিয়া’র খবরে বলা হয়, মিছিলকারীরা তাদের এলাকায় সেনা প্রশ্রয়ে সন্ত্রাসী গ্রুপগুলো আবার তৎপর হওয়ার নিন্দা জানায়। দীর্ঘদিন ধরে যেসব পশতুন নিখোঁজ তাদের অবিলম্বে আদালতে হাজির করার দাবিতেও তারা স্লোগান দিয়েছে। পশতুন তরুণরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, নিরাপত্তা বাহিনী তাদের এলাকার লোকজন অপহরণ করছে, করছে এলাকাছাড়া এবং ভীতির সঞ্চার। মিছিলের আয়োজকদের অভিনন্দিত করেছে রাজনৈতিক দল পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)।

ভুয়া এনকাউন্টার, জোর করে তুলে আনা, মারধর ইত্যাদি যেসব অপরাধ মিলিটারি করে থাকে সেগুলো জনসমক্ষে তুলে ধরার কাজের জন্য স্বনামখ্যাত পিটিএম। সংগঠনের এক নেত্রী নারগিস আফশিন খাটক টুইট বার্তায় বলেন, ‘সফল বিক্ষোভের জন্য অভিনন্দন! মুষ্টিবদ্ধ হাত উত্তোলনকারী সংগ্রামী জনগণকে লাল সালাম! প্রতিরোধ আন্দোলন দীর্ঘজীবী হোক।’ আরেক নাগরিকের টুইট- ‘হাজার হাজার পশতুন রবিবার বিক্ষোভ মিছিল করল। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলল। বিচারবহির্ভূত হত্যাকান্ডের অবসানের দাবিতে মুখর হলো। এত বড় ঘটনা। কিন্তু পাকিস্তানি মিডিয়া একেবারে বোবা!’ ওয়াজিরিস্তান থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য মহসিন দাওয়ার টুইট করেন- ‘ধন্যবাদ তোমায় ওয়ানা।’

সর্বশেষ খবর