বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গাজার অবরোধ তুলে নিতে ইসরায়েলকে আলটিমেটাম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলকে দুই মাসের

সময়সীমা বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে অবরোধ প্রত্যাহার করা না হলে সামরিকভাবে এর সুরাহা করা হবে বলে হামাস হুঁশিয়ারি দিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েল প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে মানবিক সহযোগিতা পর্যন্ত গাজায় পৌঁছতে দিচ্ছে না। যদি ইসরায়েল আগামী দুই মাসের মধ্যে স্বেচ্ছায় এই অবরোধের অবসান না ঘটায় তাহলে হামাস সামরিকভাবে ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করতে সক্ষম। ২০০৮ সাল থেকে গাজার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। ফলে সেখানকার মানুষের জীবনযাত্রার মান মারাত্মকভাবে নেমে গেছে। এ অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী নিকলাই ম্লাদেনভ গাজা সফর করেন এবং হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ খবর