বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ চীনা নাগরিক হ্যাক করেছে বিশ্বের ১০০টির বেশি কোম্পানি

বিশ্বজুড়ে ১০০টিরও বেশি কোম্পানি হ্যাক করার অভিযোগে পাঁচ চীনা ও দুই মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্ত হ্যাকাররা চীনের প্রধান গোয়েন্দা সেবার সঙ্গে যুক্ত বলেও দাবি বিচার বিভাগের। খবর জাস্ট আর্থ নিউজের। ২০১৯ সাল থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত দুটি পৃথক ঘটনায় ওয়াশিংটন ডিসির ফেডারেল গ্র্যান্ড জুরি পাঁচজন হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ আনে যাদের প্রত্যেকেই চীনের নাগরিক।

এদিকে করোনা মহামারী মোকাবিলায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূমিকার সমালোচনাকারী একজন চীনা ধনকুবেরকে দুর্নীতির দায়ে ১৮ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। ওই ব্যক্তির নাম  রেন জিকিয়াং (৬৯)। সিএনএন জানিয়েছে, এক সময়ের  প্রভাবশালী আবাসন ব্যবসায়ী রেনের সঙ্গে  চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

সর্বশেষ খবর