বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জাতিসংঘে ট্রাম্প-শির উত্তপ্ত বক্তৃতা

জাতিসংঘে ট্রাম্প-শির উত্তপ্ত বক্তৃতা

জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করলেন আমেরিকা এবং চীনের প্রেসিডেন্ট। দুজনেই বক্তৃতায় একে অপরের দিকে আঙ্গুল তুলেছেন। মূলত তাদের বাকযুদ্ধের বিষয় করোনা। ভার্চুয়াল মিটিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় বললেন, চীনের গাফিলতিতেই গোটা বিশ্বে করোনা ছড়িয়েছে। আর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বললেন, আমেরিকার ‘দাদাগিরি’ করার অধিকার নেই। প্রতি বছরের মতো এবার জাতিসংঘের সাধারণ সভার বৈঠক হয়নি। করোনার কারণে বৈঠকের অধিকাংশ ব্যবস্থাই করা হয়েছিল অনলাইনে। নিউইয়র্কে মূল অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল। প্রতিটি দেশ থেকে একজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানেই বক্তৃতা দিয়েছেন শি জিন পিং এবং ট্রাম্প।

করোনার গোড়া থেকেই ট্রাম্প বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার জন্য চীনকে দায়ী করছিলেন। এ দিনও নিজের বক্তৃতায় ট্রাম্প বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে চীন দেশের ভিতর ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। লকডাউনও করেছিল। কিন্তু চীন থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেনি। সে কারণেই সেখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীন চাইলে এ ঘটনা আটকাতে পারত। ট্রাম্পের বক্তব্য, করোনার জন্য চীনকে দায় স্বীকার করতেই হবে। যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, জাতিসংঘের জন্য নয়, ট্রাম্প মঙ্গলবার বক্তৃতা করেছেন ভোটের কথা মাথায় রেখে। এই মুহূর্তে আমেরিকায় করোনা মৃত্যুর সংখ্যা দুই লাখে পৌঁছেছে।

সর্বশেষ খবর